অনলাইমে ইনকামের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। এর জন্য আপনার একটি ওয়েবসাইট অথবা ইউটিউব চেনেল অথবা আপনার একটি মোবাইল এপ্স থাকতে হবে। সেগুলোতে মনিটাইজ করে গুগল এডভারটাইসমেন্ট এর মাধ্যমে গুগল আপনাকে পে করবে।
আজকে আমরা ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে মাসে এক হাজার ডলার ইনকাম করতে পারি সেই বিষয়ে আলোচনা করব।
ওয়েবসাইট মনিটাইজ করার ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আছে।
গুগুল আপনাকে ইউটিউব এর মত একটি টার্গেট দিবে। সেই টার্গেট অনুযায়ী আপনাকে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। আপনি গুগলের টার্গেট পুরনের পর আপনাকে আপনার ওয়েবসাইট মনিটাইজ করার জন্য আবেদন করতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে গুগল আপনাকে আপনার ওয়েবসাইট মনিটাইজ করে দিবে।
কিভাবে আমরা ওয়েবসাইট গুগল এডসেন্স এর জন্য উপযুক্ত করতে পারি?
আমাদের জেনে রাখা উচিত গুগল শুধুমাত্র স্টেবলিশ সাইট গুলোকেই মনিটাইজ করে দেয়।
অনেকেই আছে যারা 10 থেকে 15 টা পোস্ট করার পরেই আবেদন করে। এটা ঠিক না।
আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে কিছু পয়েন্ট লিখব। যেগুলো ফলো করলে আমারা ব্লগারে সহজেই গুগল এডসেন্স এপ্রুভাল পেতে পারি।
1) আমাদের একটি কাস্টম ডোমেইন কিনতে হবে।
2) রেগুলার তিন থেকে 4 টা পোস্ট করতে হবে।
3) সাইট ঠিকমত কাস্টমাইজড করতে হবে। লিংক গুলো ঠিকমত বসাতে হবে।
4) প্রতিটা পোস্ট এক হাজার ওয়ার্ড এর উপরে হতে হবে।
5) কোন কপি পোস্ট করা যাবে না।
6) খেয়াল রাখতে হবে যেন প্রতিটা পোস্ট ইনডেক্স হয়।
7) 30 থেকে 35 টা পোস্ট ইনডেক্স হলে তারপর আবেদন করতে হবে।
উপরের পয়েন্ট গুলো ফলো করে কাজ করলে অবশ্যই আমরা গুগল এডসেন্স পেতে পারি।
এবার আসি কিভাবে আমরা গুগল এডসেন্স থেকে মাসে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারি?
এডসেন্স কে মানুষ সোনার হরিন ও বলে থাকে। যদি আপনি এটাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এটা দ্বারা অনেক কিছু করতে পারবেন। মাসে এক হাজারের ডলারের বেশি ইনকাম করতে পারবেন। এর জন্য ধর্য ধরে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। ভালোভাবে এসইও করতে হবে।
আপনার সাইট র্যাংক এ চলে আসলে একটা সময় আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন। এতে আপনার ভিউজ বেশি আসবে।
2 Comments
wpsitemapgenerator.com this is one of the most popular online tool for create blogger sitemap and xml robot.txt. You can using this blogger sitemap generator and blogger robots.txt generator online tool. Easily generate xml sitemap and xml robot.txt for your blogger website.
ReplyDeleteNice post .My new site view now please
ReplyDeleteDon't Share Any Link